• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সৈকতে ভেসে এলো মৃত ডলফিন 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৯:২৮ এএম
সৈকতে ভেসে এলো মৃত ডলফিন 

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকত এলাকায় ভেসে এসেছে একটি মৃত ডলফিন। 

রোববার (২০ মার্চ) বেলা ১২টার দিকে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

স্থানীয় জেলে মতিউল ইসলাম জানান, জোয়ারের পর পাটোয়ারটেক সৈকতে মৃত ডলফিন পড়ে থাকতে দেখা যায়। পরে প্রশাসনকে জানানো হয়। দুই বা তিনদিন আগে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা করছেন জেলেরা। 

কক্সবাজার দক্ষিণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা সরওয়ার আলম বলেন, “মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে লোকজন পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে যেভাবে দরকার ব্যবস্থা নেওয়া হবে।” 

এর আগে ২০২১ সালের শুরুর দিকে কক্সবাজারের দরিয়ানগর সৈকত এলাকায় ভেসে এসেছিল বিশালাকার দুটি ডলফিন। কয়েকদিনের ব্যবধানে কাছাকাছি এলাকায় ডলফিন দুটি ভেসে এসেছিল। এই নিয়ে পরিবেশবাদীরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছিলেন।
 

Link copied!